আল আমিন হোসেন:
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক এবং সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব সলঙ্গা শাখার সদস্যরা।
শনিবার (১৩ জুন) সলঙ্গা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শাহ আলী জয় ও সাধারণ সম্পাদক সোহেল রানা এক বিবৃতিতে এ শোক জানান।
তারা বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সাংবাদিক সমাজ শোকাহত। তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির একটি মজবুত স্তম্ভ ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে যে নেতৃত্বশূন্যতা তৈরি হলো, তা পূরণ হওয়ার নয়।
নেতৃদ্বয় বলেন, জননেতা নাসিম ছিলেন সাংবাদিকবান্ধব। তার মৃত্যুতে আমরা একজন মহান অভিভাবককে হারালাম।
তারা বলেন, আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবারকে এই শোক সামলানোর তৌফিক দান করেন।
Desing & Developed BY লিমন কবির
Leave a Reply