নিজেস্ব প্রতিবেদক।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার উল্লাপাড়া পৌরসভার সামনের নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনােনয়ন প্রত্যাশীদের বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ কার্যালয় পৌর আওয়ামী লীগ এর আয়ােজন করে। পৌর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্যগণ ও পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে বাছাই প্রক্রিয়ায় তাদের মতামত দেন। এতে মনােনয়ন প্রত্যাশী তিনজনকে প্রার্থী হিসেবে বাছাই করা হয়। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযাদ্ধা গােলাম মােস্তফা গণমাধ্যমকে জানান, বাছাইকৃত প্রার্থীরা হলেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, উল্লাপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র এস এম নজরুল ইসলাম এবং পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর এস এম আমিরুল ইসলাম আরজু। প্রার্থী বাছাই প্রক্রিয়ায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবু ইউসুফ সুর্য ও সিনিয়র সহ সভাপতি এ্যাড. বিমল কুমার দাস পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। বীর মুক্তিযাদ্ধা গােলাম মােস্তফা আরাে জানান, উল্লিখিত ৩ জনের নামের তালিকা সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিসে পাঠানাে হবে। সেখান থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ তালিকা পাঠানাে হবে। বাছাইকৃত তিনজন ছাড়াও আওয়ামী লীগ দলীয় মনােনয়ন প্রত্যাশী ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব সরােয়ার বকুল, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আহসান আলী সরকার ও শাহীন আলম। এছাড়া আওয়ামী লীগ দলীয় মেয়র পদে মনােনয়ন প্রত্যাশী এসএম জাহিদুজ্জামান কাকন এবং আরিফ বিন হাবিব বাছাই প্রক্রিয়ার আগে তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন।
Desing & Developed BY লিমন কবির
Leave a Reply