নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের পাঁচটি পৌরসভার নির্বাচনে সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ ও উল্লাপাড়া তিনটিতে আওয়ামীলীগ ও বেলকুচি পৌরসভায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। আর কাজিপুর পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্ধিতা না থাকায় আগেই আওয়ামীলীগ প্রার্থী আব্দুল হান্নান নির্বাচিত হওয়ায় এ পৌরসভায় শুধু কাউন্সিল ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ভোটগ্রহন হয়েছে।
সিরাজগঞ্জর সদর পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সৈয়দ আব্দুর রউফ মুক্তা, উল্লাপাড়া পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এস.এম. নজরুল ইসলাম, রায়গঞ্জ পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল পাঠান এবং বেলকুচি পৌরসভায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাজ্জাদুল হক রেজা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
Desing & Developed BY লিমন কবির
Leave a Reply