নিজস্ব প্রতিবেদকঃ
করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে সিএমএইচ হাসপাতালে ভ্যাকসিন গ্রহণ করেন তিনি।
ভ্যাকসিন গ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় ড. সাজ্জাদ হায়দার বলেন, রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের মানুষের কথা চিন্তা করে ও মানুষের সুস্থতার জন্য করোনা ভ্যাকসিন বাংলাদেশে স্বল্প সময়ের মধ্যে নিয়ে এসেছেন। যা বাংলাদেশের মানুষ সাদরে গ্রহণ এখন স্বতস্ফূর্তভাবে করে টিকা নিচ্ছেন।
ড. সাজ্জাদ হায়দার আরও বলেন, বিশ্বের মধ্যে ভ্যাকসিন প্রাপ্ত বাংলাদেশ অন্যতম। তিনি বলেন, টিকা নিতে কোন জামেলা পোহাতে হয়নি। আর টিকা নিয়ে ভয়ের কিছু নাই। পাশাপাশি তিনি সবাইকে করোনার টিকা নেয়ার আহ্বান জানাচ্ছি।
Desing & Developed BY লিমন কবির
Leave a Reply