কাইয়ুম মাহমুূদ আকাশ
সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-১২ সদস্যরা।
মঙ্গলবার (২৩ মার্চ) ভোরে সলঙ্গা থানাধীন ঘুরকা বেলতলা বাজারস্থ ঢাকা-বগুড়া মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, দিনাজপুরের বিরামপুর থানার ধনশাহ এলাকার সিরাজ উদ্দীনের ছেলে মো. মতিয়ার রহমান মণ্ডল (৪২) ও রংপুরের বদরগঞ্জ থানার সরদারপাড়া এলাকার এবাদত হোসেনের ছেলে মো. রাশিব হাসান (১৬)।
স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বগুড়া মহাসড়ক এলাকায় অস্থায়ী চেক পোস্ট বসিয়ে তল্লাসি চালানো হয়৷ এ সময় ঢাকাগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহনে (ঢাকা মেট্রো-ব-১৫-২৬৩৯) তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। এছাড়া মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল এবং নগদ আট হাজার টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্র্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
Desing & Developed BY লিমন কবির
Leave a Reply