নিজেস্ব প্রতিবেদক।।
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলে
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টিতে কাজ করার পাশাপাশি মাস্ক বিতরণ করেন হাটিকুমরুল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সলঙ্গা থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম তালুকদার
বাংলাদেশসহ বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস অব্যাহত রয়েছে। এ ভাইরাস থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ভ্যাকসিন গ্রহনসহ স্বাস্থ্যবিধি মেনে চললে এ ভাইরাস থেকে রক্ষা সম্ভব। এ জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।
বৃহস্পতিবার সকাল ১০টায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল গোলচত্ত¡র এলাকার প্রায় ৫শ’ জনসাধারণের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্হিত ছিলেন রশিদপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন ইউনুস, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদী হাসান সাজু, সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি টুটুল আহমেদ রুহুল, উপ-আইন বিষয়ক সম্পাদক রিপন সরকার লিমন, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সৌরভ হাসান শুভ, হাটিকুমরুল স্বেচ্ছাসেবক লীগ নেতা,সবুজ, লিমন সরকার, আকাশ, হাটিকুমরুল ইউনিয়ন ছাত্রলীগের এস এম সবুজ, নাদিম মিয়া, সোহেল, জয়, সবুজ প্রমুখ ।
Desing & Developed BY লিমন কবির
Leave a Reply